ব্লগ

ইন্ডিয়ান ODC-3 সজিনা বীজ জার্মিনেশনঃ

১. প্রথমে বীজগুলো পানিতে ভিজিয়ে রাখুন ১৮ থেকে ২০ ঘন্টা।

২. ভেজানো বীজ গুলি জার্মিনেট এর জন্য যে কোন বক্স বা প্লাস্টিকের কৌটায় নিচে টিস্যু পেপার দিয়ে বীজ গুলি রেখে হালকা পানি ছিটিয়ে দিন বক্স বা প্লাস্টিকের কৌটার মুখা লাগিয়ে দিন।

৩. এভাবে ৩-৭ দিন রেখে দিলে জার্মিনেশন শুরু হবে।

৪. জার্মিনেশন সম্পন্ন হওয়ার পর ওয়ান টাইম গ্লাস, বা পলিথিন এ আলাদা চারা করে নিলে ভাল হয়। চাইলে সরাসরি ও লাগাতে পারেন।

৫. চারার বয়স ১৫-২০ দিন হলে মূল জমিতে লাগাতে হবে৷ সারি সারি বেড করে বা মাদায় লাগাতে পারেন।

৬. গোড়ায় যাতে পানি না জমে সে দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে মালচিং ব্যবহার করা যায়।

৭। সজিনা গাছে অবশ্যই শুধু জৈব সার ব্যবহার করবেন। কোন রাসায়নিক সার ব্যবহার করা যাবে না।

⭐ODC-3 বারোমাসি সজিনা বীজ

💠১০ বীজ ৮০ টাকা

🟣২০ বীজ ১৫০ টাকা

🔵৫০ বীজ ৩০০ টাকা

🟡১০০ বীজ ৬০০ টাকা

ইন্ডিয়ান এগ্রী ফার্মের অরজিনাল বারোমাসি ভ্যারাইটি। সারা বছর চাষযোগ্য।

বীজ জার্মিনেট ৯০%

🍀ছাদ বাগানে ড্রামেও চাষ করা যায়। ৪ থেকে ৬ মাসে ফুল আসবে। বাংলাদেশে পরীক্ষিত জনপ্রিয় জাত।

🟣ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারিতে চার্জ ৬০ টাকা। টাকা ডেলিভারি ম্যানকে দিলেই হবে।

🔴সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে চার্জ ১০০ টাকা অগ্রীম বিকাশে দিবেন। বীজের দাম ডেলিভারি ম্যানকে দিলেই হবে বীজ হাতে পেয়ে।

🔵সারা দেশে সুন্দরবন কুরিয়ারে চার্জ ৪০ টাকা(কুরিয়ার চার্জ+বীজের দাম সহ অগ্রীম বিকাশে দিবেন)

মোবাইল নাম্বার সহ এড্রেস জানান।

Related posts

Leave a Comment