শাক বীজ বপনের সহজ পদ্ধতি
আগে পাত্রের মাটিতে বেশি পানি দিয়ে ভিজিয়ে নিবেন। তার উপর বীজ গুলি ছিটিয়ে দিবেন।
তার উপরে শুকনো গুড়া মাটি বা কোকোপিট ছিটিয়ে দিয়ে হালকা একটা লেয়ার দিবেন। যেন বীজ গুলি ঢেকে যায় এমন।
এর পর স্প্রেয়ার দিয়ে পানি স্প্রে করে দিয়ে পলিথিন ও পেপার কাগজ দিয়ে ঢেকে রাখবেন যতদিন জার্মিনেট না হয়।
প্রয়োজনে ৩ দিনে এক বার পানি স্প্রে করে দিতে পারেন মশ্চায়র ধরে রাখতে।
এভাবে লাল শাক, ডাটা, ধনিয়া, কলমি,পাট, লেটুস,বিলাতী ধনিয়া, পালং শাক ও পুই শাক বীজ বপন করতে পারেন।
এক্ষেত্রে পুই,কলমি,পালং,ধনিয়া ১০ ঘন্টা ভিজিয়ে নিতে পারেন আগে। বাকীগুলো না ভেজালেও চলবে।
হ্যাপি গার্ডেনিং।