Description
আপনার বাসার আশে পাশে পতিত জমি যা অব্যবহৃত পরে আছে সেই জায়গায় হতে পারে ইন্ডিয়ান ODC-3 জাতের বারোমাসি সজনে লাভজনক চাষাবাদ।
কম পরিশ্রমে ও যত্নে ১২ মাসি সজনে চাষ করতে পারেন।
বানিজ্যিক ভাবে কেউ চাষ করলে আগে পরীক্ষামুলক অল্প চাষ করে দেখতে পারেন ইন্ডিয়ান ODC-3 জাতের বারোমাসি সজনে। ৩ থেকে ৪ মাসেই ফুল চলে আসে এই জাতের। তাতে করে আপনার এলাকায় ও মাটিতে এই জাত কেমন ফলন হয়, এর পরিচর্যা সম্পর্কে নিজেই ধারনা পাবেন। ভাল ফলাফল পেলে ব্যাপক ভিত্তিতে করতে পারেন পরবর্তীতে। প্রয়োজনে অরজিনাল odc-3 সজনে বীজের সাপোর্ট দেয়া যাবে।
বানিজ্যিক চাষের জন্য ODC-3 জাত সব থেকে ভালো।
১. বীজ বপনের ৩ – ৪ মাসে ফুল হবে এবং ৬ মাসে ফল ১ম হার্বেস্ট করা যাবে।
২. প্রায় সারা বছর গাছে ফুল / ডাটা থাকে।
৩. কিরণ/pm/pkm1/pkm2 ইত্যাদি জাত থেকে অনেক বেশি ফলন হয় এবং অনেক কম সময়ে হার্বেস্ট হয়৷
৪. বানিজ্যিক চাষের জন্য সর্বোত্তম বীজ৷
ইন্ডিয়ান ODC-3 সজিনা বীজ জার্মিনেশনঃ
১. প্রথমে বীজগুলো পানিতে ভিজিয়ে রাখুন ১৮ থেকে ২০ ঘন্টা।
২. ভেজানো বীজ গুলি জার্মিনেট এর জন্য যে কোন বক্স বা প্লাস্টিকের কৌটায় নিচে টিস্যু পেপার দিয়ে বীজ গুলি রেখে হালকা পানি ছিটিয়ে দিন বক্স বা প্লাস্টিকের কৌটার মুখা লাগিয়ে দিন।
৩. এভাবে ৩-৭ দিন রেখে দিলে জার্মিনেশন শুরু হবে।
৪. জার্মিনেশন সম্পন্ন হওয়ার পর ওয়ান টাইম গ্লাস, বা পলিথিন এ আলাদা চারা করে নিলে ভাল হয়। চাইলে সরাসরি ও লাগাতে পারেন।
৫. চারার বয়স ১৫-২০ দিন হলে মূল জমিতে লাগাতে হবে৷ সারি সারি বেড করে বা মাদায় লাগাতে পারেন।
৬. গোড়ায় যাতে পানি না জমে সে দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে মালচিং ব্যবহার করা যায়।
৭। সজিনা গাছে অবশ্যই শুধু জৈব সার ব্যবহার করবেন। কোন রাসায়নিক সার ব্যবহার করা যাবে না।
Reviews
There are no reviews yet.